অসমে পাচারের পথে পুলিশের জালে ধরা পড়ল গাঁজা বোঝাই কারি একটি কনটেইনার লরি।সাথে আটক লরি চালক।ধৃত চালকের নাম অজয় রিয়াং( ২৯)।তার বাড়ি বিশালগড়ে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা আউট পোস্টে।গোপন খবরের ভিত্তিতে বাগবাসা আউট পোস্টের পুলিশ মঙ্গলবার সন্ধ্যা আটটা নাগাদ স্হানীয় থানা এলাকার ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এদিন আগরতলা থেকে অসম অভিমুখী ছয় চাকার কনটেইনার লড়ির গোপন কক্ষ থেকে ৪১ টি প্যাকেটে মোট ২৭৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।সাথে আটক করা হয় লরি চালক অজয়কে। এবিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানিয়েছেন,গোপন খবরের ভিত্তিতে অভিযান চালালে উঠে আসে এই সাফল্য। উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল আনুমানিক পঁচিশ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন। এই গাঁজা গুলি আগরতলা শহর এলাকা থেকে অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক ধারনা।বর্তমানে লরি বোঝাই গাঁজা ও চালক স্হানীয় থানার হেফাজতে রয়েছে। বুধবার ধৃত চালককে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয় l