এক অগ্নিকান্ডে পুড়ে ছাই হল একটি বসত ঘর। আগুনের তাপে ঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফেটে যায়। অল্পেতে বাঁচলেন ওই ঘরে থাকা এক বৃদ্ধ মহিলা। ঘটনা রবিবার রাত বারোটা নাগাদ ধর্মনগর আলগাপুরে । ঘটনার বিবরণে জানা যায়,রবিবার রাতে সকল কাজ সেরে কাঞ্চন দেবনাথ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতে তিনি শরীরে আগুনের তাপ অনুভব করে ঘুম থেকে উঠে দেখেন ঘরে আগুন । কোন মতে ঘর থেকে বের হয়ে পাশের ঘরে থাকা ছেলে বাপ্পি দেবনাথকে ডাক দেন। খবর যায় দমকল অফিসে। এদিকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই ঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন তীব্র আঁকার ধারণ করে। অবশেষে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । তবে এই আগুনে ওই মহিলার ঘরে থাকা জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কোন মতে রক্ষা পায় পাশে থাকা ছেলের ঘর। পরিবারের লোকজন জানিয়েছেন এই আগুনে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা তারা কেউ বলতে পারছেন না। ঘটনার তদন্ত করছে পুলিশ।