অমানবিক ঘটনা l চোর সন্দেহে বিজেপি নেতার ছেলেকে গণধোলাই দিল স্থানীয়রা l জানা গেছে, খামারহাটি পঞ্চায়েতের সদস্য যোগেশ চৌধুরীর ছেলে সুরজিৎ চৌধুরীকে সোমবার রাতে মধুপুর থানাধীন পাথারিয়াদ্বার এলাকাবাসী চোর সন্দেহে আটক করে।এরপর গণ ধোলাই দেয় বলে অভিযোগ l এক্ষেত্রে পুলিশ এর বক্তব্য, সে ওই সময় এতটাই নেশাগ্রস্ত ছিল যে কথা বলতে পারছিল না। সম্প্রচার স্থানীয় বিল্লাল মিয়ার বাড়িতে চুরি হয়েছে। তাই স্থানীয়রা সুরজিৎ চৌধুরীকে চোর সন্দেহে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে যুবককে আটক করে মধুপুর থানায় নিয়ে যায়।