চোরেদের চুরি করার অনেক ভিডিয়োই ভাইরাল হয়। তার মধ্যে এমনও অনেক ভিডিয়ো থাকে, যা দেখে আপনি শিউরে উঠবেন। আবার অনেক মজার ভিডিয়োও থাকে। কখনও চোর চুরি করতে এসে বিরাট মার খায়, আবার কখনও ধরাও পড়ে যায় হাতনাতে। কিন্তু কখনও কি এমন দেখেছেন বা শুনেছেন যে, চার গাড়ি চুরি করতে এসে নিজের দাড়িটাই দিয়ে চলে গিয়েছে। শুনেই হেসে উঠলেন তো? ভাবছেন এমন ভাল চোর কোথায় থাকে? আসলে ঘটনাটা একটু অন্যরকম। বর্তমানে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দু’টি চোর চুরি করতে এসেছিল একটি স্কুটারে করে। কিন্তু তখন এমন কিছু ঘটে, যার জন্য তাদের স্কুটারটিকে রেখে যেতে হয়। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখ যাচ্ছে, একটি বাড়ির দরজা খুলে দু’টি চোর ঢোকার চেষ্টা করছে। একটি চোর বাড়ির বাইরে। আর একজন স্কুটারটি নিয়ে পালানোর জন্য তৈরি হচ্ছে। কিন্তু ঠিক সেই সময়, বাড়ি থেকে স্কুটারের মালিক বেরিয়ে আসেন। আর বাইরে দাঁড়িয়ে থাকা চোরটি তা দেখে ভয়ে গাড়ি ঘোরাতে গিয়ে পড়ে যায়। তারপর দু’জনেই পালানোর চেষ্টা করে। সেখানে অনেক লোক চলে আসে। আর তাদের তাড়া করতে থাকতে। চোর দু’টিও স্কুটার ফেলে সেখান থেকে পালিয়ে যায়। চুরির এই মজার ভিডিয়োটি দেখে হাসি থামাতে পারেনি অধিকাংশ নেটিজ়েন।ভাইরাল হওয়ার পর থেকে ভিডিয়োটি ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। কেউ বলেছেন, “চুরি করতে গিয়ে নিজের স্কুটারটাও গেল।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “এমন দিনে দুপুরে চুরি করছে, তা দেখেই আমি অবাক।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ১৪টি মেসেজিং অ্যাপ ব্যান
Next post খালি গলায় অরিজিত সিংয়ের গান
%d bloggers like this: