জন আরোগ্য যোজনার পঞ্চম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শনিবার রাজধানীর মধ্য প্রতাপগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ও পশ্চিম ত্রিপুরার মুখ্য স্বাস্থ্য আধিকার সহযোগিতায় এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন জগহরিমুড়া হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার এর সামনে থেকে জন আরোগ্য যোজনার ৫ বছর পূর্তি উপলক্ষে এক পদযাত্রা শুরু হয়। জনগণকে আয়ুষ্মান কার্ড করার জন্য সচেতন করতেই এই পদযাত্রা বলে জানা গেছে।পদযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় হেলথ সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ২৪শে সেপ্টেম্বর এন এস এস দিবস পালন করা হবে
Next post এ ডি সি এলাকায় ১ 2 ঘণ্টার বনধ ডাক দিয়েছে তিপ্রা মথা
%d bloggers like this: