অবৈধ কারখানাতে অভিযান চালিয়ে স্থানীয় জনগণ উদ্ধার করেছে প্রচুর পরিমাণ ব্রাউন সুগারের কৌটা | ঘটনা বিশালগড়ের ,১নং গৌতম নগর এলাকায়। এদিকে স্থানীয় জনগণের অভিযানের আচ করতে পেরেই ঘটনাস্থল থেকে গা ঢাকা দিতে সক্ষম হয় কুখ্যাত নেশা কারবারি সুভাষ দাস। অভিযোগ এই অবৈধ কারখানাতে নেশায় আসক্ত হয়ে যুবকরা চুরি ছিনতাই সহ বিভিন্ন অসামাজিক কাজকর্ম করে যাচ্ছে |কার্যত বিশালগড় মহকুমা পুলিশের চোখে ধুলো দিয়েই এই নেশার ঠ্যাক গড়ে উঠেছে | রবিবার সকালে এলাকার জনগণ সহ ১ নং ওয়ার্ডের কাউন্সিলার রিঙ্কু দাস, ২ নং ওয়ার্ডের কাউন্সিলার ওমর সরকার মিলে এই অবৈধ কারখানাটিতে অভিযান চালিয়ে প্রচুর ব্রাউন সুগারের কন্টেইনার বাজেয়াপ্ত করেছে | যার বাজার মূল্য দুই থেকে তিন লক্ষ টাকা হবে বলে জানা যায়।