সম্প্রতি জি-৭ সামিটে যোগ দিতে জাপানের হিরোসিমায় গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান কেবল জি-৭ বৈঠকে যোগ দেননি, একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। শনিবার তাঁর হাতেই হিরোসিমায় উন্মোচিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর আবক্ষমূর্তি। তারপর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে পৃথক বৈঠক করেন l জি-৭ সামিট মঞ্চে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলিঙ্গন-সহ একাধিক তাৎপর্যপূর্ণ কর্মসূচি ও কর্মব্যস্ততার মধ্যে সারাদিন কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সমস্ত কর্মসূচির ছবি টুইটারে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।দ্বিপাক্ষিক বন্ধুত্বের প্রতীক হিসাবে জাপানকে এই মূর্তিটি দিয়েছে ভারত। সেই মূর্তির উন্মোচনের মুহূর্তের ভিডিয়ো টুইট-পোস্টে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। পরমাণু যুদ্ধে বিধ্বস্ত হিরোসিমায় ভারতের জাতির জনক তথা অহিংসতার প্রতীক মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন যে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। নরেন্দ্র মোদীর টুইট-পোস্টে দেখা যাচ্ছে, গান্ধীজির মূর্তি উন্মোচনের পর তাঁর প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেন প্রধানমন্ত্রী। এই বিশেষ মুহূর্তের ভিডিয়ো টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সবার প্রথমে মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করার সুযোগ পাওয়া বড় সৌভাগ্য। মূর্তি উন্মোচনের পর সেখানে উপস্থিত জনগণকে করজোড়ে অভিবাদন জানাতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। আর তখনই শোনা যায় ‘মোদী-মোদী’ শ্লোগান। হিরোসিমার মাটিতে ‘মোদী-মোদী’ শ্লোগান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই দাবি ওয়াকিবহাল মহলের।