ওমেন ডেভেলপমেন্ট সোসাইটি নামে এনজিও জাল সার্টিফিকেট দিয়ে ত্রিপুরা ব্যাম্বু মিশন থেকে ভারত সরকারের বিভিন্ন স্কিমের অন্তর্গত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তার সঙ্গে জড়িত ত্রিপুরা ব্যেম্বু মিশনের মিশনের মার্কেটিংয়ের এক কর্মকর্তা। পরবর্তী সময় দপ্তরের সন্দেহ হওয়ায় এনজিও’র নথিপত্র তদন্ত করে দেখা যায় সবগুলি জাল। সঙ্গে সঙ্গে দপ্তরের পক্ষ থেকে মামলা করা হয় এনজিও বিরুদ্ধে। । পরবর্তী সময়ে এই মামলা সিবিআইয়ের হাতে যায়। শুক্রবার সিবিআই আদালতে দপ্তরের এক কর্মকর্তা সহ তিনজনের চার বছরের জেল ও জরিমানা হয়। এ বিষয়ে সিবিআই আইনজীবী পুরো তথ্য জানিয়েছেন।