2023 সালের প্রথম দিন 0TPC টির তরফ থেকে রাজ্যের রেফারেল জিবি হাসপাতাল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে একটি ওয়াটার ট্রিটমেন্টের উদ্বোধন করা হয় l আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও ওটিপিসির কর্মকর্তারা l অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ফিতা কেটে উদ্বোধন করেন ওয়াটার ট্রিটমেন্টের l মেশিনটি তৈরি করতে খরচ হয়েছে ৮ লক্ষ টাকা l এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে ও টি পি সি র কর্মকর্তারা l এদিকে অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, নতুন বছরে রাজ্যের জন্য নতুন একটা উপহার বলব 0TPC টির তরফ থেকে l রাজ্যবাসির জন্য ফ্রেশ ওয়াটার প্রদান করা হয়েছে বলে তিনি জানান l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিরোধী শিবিরের জাঁতায় শাসক শিবির? উঠল প্রচার নষ্ট করার অভিযোগ
Next post তেলিয়ামুড়ায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর রোড মার্চ
%d bloggers like this: