এই প্রথম দেশ ও বিদেশী জি-২০ গোষ্ঠীভুক্ত প্রতিনিধিরা রবিবার রাজ্যে পা রাখলেন।বিদেশী প্রতিনিধিদের সঙ্গে দেশের কয়েক জন প্রতিনিধি ও রাজ্যে এসেছেন।এর মধ্যে সোমবার সকালে কেরালা,ব্যাঙালোর ও দিল্লীর কয়েক জন প্রতিনিধি ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা এিপুরা
সুন্দরী মন্দিরে পূজা দিতে যান। পূজা দিয়ে মাতারবাড়ি ঘুরে দেখেন। এরপর কল্যান সাগরে গিয়ে অভিভূত হয়ে যান।মাছ ও কচ্ছপকে খাবার খেতে দেন।এক সাক্ষাৎকারে তারা বলেন, সুবজতর ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন বিদ্যুত- এই থিমকে সামনে রেখেই জি- ২০ গোষ্ঠীভুক্ত দেশের প্রতিনিধিরা এক টেবিলে বসছেন। বৈঠকে হাইড্রোজেন এনার্জি, সমুদ্র থেকে শক্তি, নতুন প্রজন্মের শক্তি সঞ্চয় সহ নানা ইস্যুতে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনা করবেন বলে জানান মাতাবাড়ি তে পূজা দিতে আসা প্রতিনিধিরা।জি-২০ বিজ্ঞান সামিটের যে আয়োজন রাজ্য সরকার করেছে তাতে যে খুব খুশি প্রতিনিধিরা তা আলোচনায় ফুটে উঠেছে।