ডাঃ মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্য বি জে পি’র পরবর্তী সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। প্রদেশ বি জে পি দলের সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে একাধিক নাম। কিশোর বর্মন থেকে শুরু করে রাম প্রসাদ পাল সকলেই রয়েছেন এই তালিকায়। রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের প্রাক্তন সভাপতি বিপ্লব কুমার দেবের নামও।
মঙ্গলবার রাজ্যের বাইরে দিল্লীতে অবস্থান করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সুত্রের খবর বি জে পি দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাদ্দার জরুরী তলবে দিল্লীতে গেছেন বিপ্লব কুমার দেব। জানা গেছে খুব শীঘ্রই ঘোষণা হতে পারে প্রদেশ বি জে পি দলের সভাপতির নাম। এদিকে দিল্লীতে বিপ্লব কুমার দেবের যাওয়ার পর থেকেই এই জল্পনা আরও শুরু হয়ে যায় যে বিপ্লব দেব-ই হচ্ছেন দলের পরবর্তী সভাপতি।
এদিকে সুত্র বলছে কেন্দ্রীয় নেতৃত্বও চাইছে বিপ্লব কুমার দেবের হাতেই যেন দলের ব্যাটন পুনরায় তুলে দেওয়া হয়। এখন দেখের বিষয় কবে নাগাদ বি জে পি দলের সভাপতির নাম ঘোষণা করা হয়।