জেলা প্রশাসনের হানার পর অবশেষে টনক নড়ল জেলা শিক্ষা দপ্তরের। চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিকক্ষক বিশ্বজিৎ দেবনাথকে প্রাইভেট টিউশন করানোর অভিযোগে শোকজ করেছে জেলা শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের ডেপুটি ডাইরেক্টর হাবুল লোধ জানিয়েছেন, গতকাল সিপাহীজলা জেলা শাসকের নির্দেশে শিক্ষক বিশ্বজিৎ দেবনাথের প্রাইভেট টিউশন সেন্টারে প্রশাসনিক হানা দেওয়া হয়। এতে হাতে নাতে ধরা পড়ে যায় গুণধর শিক্ষক। ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা শিক্ষা দপ্তরের কার্যালয় থেকে উক্ত শিক্ষককে তিন দিনের মধ্যে উক্ত ঘটনার কারণ দর্শানোর সময় বেঁধে দিয়ে শোকজ নোটিশ দেওয়া হয়। তিনদিনের মধ্যে কারণ দর্শানোর পর উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে জেলা শিক্ষা দপ্তর।