রাজ্যের বেকারদের কথা মাথায় রেখে সরকারি চাকুরী ক্ষেত্রে পিআরটিসি ককবরক ও বাংলা ভাষা জানা আবশ্যিক করার দাবি জানিয়ে সোমবার ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এর কাছে ডেপুটেশন প্রদান করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রাক্তন বিধায়ক আসিস কুমার সাহা। ডেপুটেশনের মূল বিষয় ছিল-‘ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক গৃহীত সকল পরীক্ষায় PRTC এবং বাংলা ও ককবরক ভাষাকে বাধ্যতামূলক করতে হবে, রাজ্যের বেকার যুবক-যুবতীরা নিজের রাজ্যেই যদি সর্বাধিক সুযোগ না পায় তাহলে তারা যাবে কোথায় ? অন্যান্য রাজ্যেও আমাদের রাজ্যের ছেলে মেয়েরা চাকরির সেই সুযোগ পায় না কারণ ওই রাজ্যগুলির মধ্যে PRTC বাধ্যতা মূলক। তাই রাজ্যের বেকার ছেলে মেয়েরা যেন নিজ রাজ্যে সর্বাধিক সুযোগ পায় তার জন্যেই এই ডেপুটেশন বলে একথা জানান বিধায়ক সুদীপ রায় বর্মন l
