দীর্ঘদিনের আর্থিক বঞ্চনা দূরীকরণের জন্য জুটমিল শ্রমিক কর্মচারীদের যৌথ সংগঠন উচ্চ আদালতে মামলা দায়ের করলে আদালত তাদের পক্ষেই রায় দেন। আদালত রাজ্যের অন্যান্য পি এস ইউ গুলির মত এই জুট মিলের শ্রমিক কর্মচারীদেরও সমস্ত সুযোগ-সুবিধা প্রদানের নির্দেশ দেয়। আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হলে সেখানেও শ্রমিক কর্মচারীদের পক্ষে রায় দেয়। তখন সরকার জুটমিল অফিসারদের সেই রায় মোতাবেক বেতন ভাতা মিটিয়ে দিলেও সাধারণ শ্রমিক কর্মচারীদের বঞ্চিত রাখে। বিষয়টি নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানের দ্বারস্থ হবার চেষ্টা করেও তারা ব্যর্থ। এই অবস্থায় দাবি আদায়ের লক্ষ্যে তথা রাজ্যের অন্যান্য পি এস ইউ কর্মচারীদের মত আইনি অধিকারের প্রাপ্য বেতন ভাতা দিয়ে অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিতে এবার গণ ধর্না আন্দোলন কর্মসূচিতে শামিল হবেন জুট মিলের শ্রমিক কর্মচারীরা। ত্রিপুরার জুট মিল শ্রমিক কর্মচারী যৌথ আন্দোলন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ নভেম্বর আগরতলা ওরিয়েন্ট চৌমুহনিতে হবে তিন ঘন্টার এই গণ ধর্না আন্দোলন কর্মসূচি। এই আন্দোলন কর্মসূচি থেকেই সেদিন রাজ্যের মুখ্য সচিবের নিকট প্রদান করা হবে তাদের দাবি সনদ সম্বলিত স্মারকলিপি। রবিবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের আইনি পরামর্শ কমিটির সম্পাদক তরুণ চক্রবর্তী।