একই রাতে খোয়াইয়ের পহরমুরায় তিন দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। শনিবার গভীর রাতে খোয়াইয়ের পহরমুরা বাজারে দুটি দোকান সহ একটি গোডাউনে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। এদিন রাতে চোরের দল কাটার দিয়ে তিনটি দোকানেরই তালা কেটে ভেতরে প্রবেশ করে কয়েক লক্ষ টাকার জিনিস পত্র নিয়ে পালিয়ে যায়। রবিবার সকালে এই চুরির ঘটনা প্রকাশ্যে আসে l সকালে দোকান মালিকরা দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ এই চুরির ঘটনার সঙ্গে স্থানীয় দুর্বৃত্তরা জড়িত রয়েছে। এখন গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ l