সচেতনতা এবং চিকিৎসার অভাবে আরও এক দরিদ্র পরিবারের সন্তানের মৃত্যু। উদয়পুর চন্দ্রপুরের এক ইটভাট্টায় কর্মরত ঝাড়খণ্ডের এক শ্রমিক পরিবারের তিন বছরের সন্তানের মর্মান্তিক মৃত্যু।
দীর্ঘ দিন ধরে যতগুলো ইট ভাটা আছে বেশির ভাগই বাইরের রাজ্য থেকে শ্রমিক এনে ইট তৈরি করার কাজে লাগানো হয়। কিন্তু শ্রমিকদের কোন খবরা খবর নেবার জন্য কি সরকারি কিংবা বেসরকারি স্তরেও কেউ নেই।প্রায় ই শ্রমিকদের দূর অবস্থার কথা শুনা গেল ও কেউ এগিয়ে আসে না।এরকম এক দূর ঘটনার খবর রবিবার সকালে উদয়পুর চন্দ্রপুর এলাকায় কাটিয়া বাবা ইট ভাটা তে ঝাড়খণ্ড থেকে বিজয় মুন্ডা পরিবার নিয়ে কাজ করছে এই ভাট্রাতে।উনার একমাত্র তিন বছরের ছেলে নিতেষ মুন্ডা অসুস্থ। শনিবার রাত থেকে বেশি অসুস্থ হওয়ায় রবিবার সকালে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন নিতেষ মুন্ডা কে।কান্নায় ভেংগে পড়েন পরিবারের লোকজন। দাবি উঠেছে সমস্ত ভাটটা গুলিতে স্বাস্থ্য পরিসেবা সহ সমস্ত ধরনের সুবিধার ব্যবস্থা করে দেবার।