তিনি রাজ্যের আর পাঁচজন মন্ত্রীর মত নন। একজন সহজ, সরল ও সাদা মাটা মানুষ। আবার রাজ্যের একজন যুব নেতা হিসেবেও পরিচিত। তিনি হলেন রাজ্যের নয়া মন্ত্রী সুধাংশু দাস। ফটিকরায় বিধানসভা কেন্দ্রের দ্বিতীয় বারের বিধায়ক তিনি। তিনি রাজ্যের একজন মন্ত্রী হলেও মন্ত্রীত্বের কোন অহংকার বা গরিমা নেই উনার মধ্যে। সাধারণ মানুষের মতই ট্রেনে যাতায়াত করছেন তিনি। কথা বলছেন যাত্রী সাধারণের সঙ্গে। বৃহস্পতিবার সকালে ট্রেনে করে আগরতলার থেকে কুমারঘাটের উদ্দেশ্য রওনা হন যুব মন্ত্রী সুধাংশু দাস। এদিন ট্রেনের যাত্রীদের সঙ্গেও বসে কথা বলতে দেখা গিয়েছে এই যুব মন্ত্রীকে।