তিপ্রাসাকে পয়সা দিয়ে কেনা যাবে না | সমাধান করতে হলে লিখিত ভাবে দিতে হবে | আর তা না হলে আমরাই নির্বাচনে জিতে এই সমাধান নিজেরাই নতুন করে আইন বানিয়ে করবো | আমাদের সঙ্গে বহুৎ ধোকা হয়েছে | আই পি এফ টি-র সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া এবং গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য চন্দন কুমার ত্রিপুরার মথায় যোগদান উপলক্ষে রাজ অন্দরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কথাগুলি বললেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা | মথা সুপ্রিমো আরও বলেন ,তিপ্রাসাদের সবাইকে একসাথে ফাইট করতে হবে | এ ফাইট তখনই পুরণ হবে যখন থানসা হবে | সাংবাদিক সম্মেলনে মেবার কুমার জমাতিয়া বললেন আমি বিশ্বাস করি একতা ছাড়া গ্রেটার তিপরা ল্যান্ড হবে না | মহারাজ সব সময় আমাকে ডাকতেন মথায় যোগ দেওয়ার জন্য | দাবি একটাই , পৃথক রাজ্য বা গ্রেটার তিপরা ল্যান্ড | বুধবার মথায় যোগ দিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুললেন মেবার |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post উপজাতি ছাত্র ইউনিয়ন ও উপজাতি যুব ফেডারেশনের এক প্রতিনিধি দলের ডেপুটেশন
Next post “মানুষটার মৃত্যু হয় কিন্তু ভালোবাসার কখনো মৃত্যু হয়না”-গোটা একটা প্রজন্ম মনে রাখবে তাদের
%d bloggers like this: