ভারতের জাতীয় কংগ্রেসের রাজ্য ব্যপী সংহতি পদযাত্রার অঙ্গ হিসেবে বুধবার তেলিয়ামুড়া জেলা কংগ্রেস উদ্যোগে কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত বাইশগড়িয়া এলাকায় কংগ্রেসের পক্ষ থেকে সংহতি পদযাত্রা অনুষ্ঠিত করে। এদিনের এই সংহতি পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শব্দ কুমার জমাতিয়া, তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, সহ অন্যান্যরা। তাদের এই পদযাত্রা টি বাইশগড়িয়া ব্রিজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পদ পরিক্রমা করে। এই পদযাত্রায় উপস্থিত নেতৃত্বদের মধ্যে তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সভাপতি জানান,, ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস তথা ৩১ শে অক্টোবর থেকে শুরু হয় এবং এই পদযাত্রা , যার সমাপ্তি হবে উনার জন্ম দিন তথা ১৯ শে নভেম্বর তারিখে। এছাড়াও উপস্থিত নেতৃত্বরা ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমালোচনায় মুখরিত হয়ে উঠে।