আসন্ন বিধানসভা নির্বাচন l আর নির্বাচনকে সামনে রেখে শাসক, বিরোধী উভয় শিবিরে চলছে জোর নির্বাচনি প্রচার চালিয়েছে। এরই মাঝে শুক্রবার সি.পি.আই.এম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম দলের মনোনীত প্রার্থী মনীন্দ্র চন্দ্র দাস ও ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম দলের মনোনীত প্রার্থী ষষ্ঠী দেববর্মা’র সমর্থনে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয়ের সামনে থেকে এক মিছিল সংগঠিত করা হয়। কর্মীরা একটি মিছিল করে চাকমাঘাটস্থিত মহকুমা শাসকের অফিস কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে দুই বিধানসভা কেন্দ্রের সিপিআইএম দলের মনোনীত প্রার্থী মনীন্দ্র চন্দ্র দাস ২৭ কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের এ.আর.ও কেশব কর ও ষষ্ঠী দেববর্মা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের এ.আর.ও রাকেশ চক্রবর্তীর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। নির্বাচনে জয় নিয়ে উভয় বিধানসভা কেন্দ্রের প্রার্থীই নিশ্চিত l