রবিবার ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্ভোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত, কর্মচারী ফেডারেশনের মহা সচিব সমর রায় সহ আরো অনেকে l রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতার কথা মাথায় রেখে স্বেচ্ছা রক্তদানে সামিল হবার যে আবেদন জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী , সেই আবেদনে সাড়া দিয়েই এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন জানিয়েছেন মুখ্যমন্ত্রী