ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের প্রায় ১৩০ জন কর্মী এখনো ১২ শতাংশ ডিএ পায়নি ।বঞ্চিত কর্মীরা সেই ডিএ ম্যানেজিং ডাইরেক্টর প্রসাদু রাও এর কাছে চাইতে গেলে তারা হেনস্তার শিকার হয় বলে অভিযোগ। কর্মীদের সাথে বাজে ব্যবহার করায় মঙ্গলবার এনিয়ে সোচ্চার হয় ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের কর্মীরা। এদিন গুরখাবস্তিস্থিত লিমিটেডের অফিসের সামনে প্রতিবাদ জানায় তারা।এবিষয়ে এক কর্মী জানায়, গত ডিসেম্বর মাস থেকে রাজ্য সরকার ১২ শতাংশ ডি এ দিয়েছে। কিন্তু রাজ্যের সকল কর্মচারীরা ডি এ পেলেও তারা এখনো পায় নি। মঙ্গলবার সকল কর্মীরা ম্যানেজিং ডাইরেক্টর এর সঙ্গে কথা বলতে গেলে তিনি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে জানান। পাশাপাশি ম্যানেজিং ডাইরেক্টর তাদের বলে দেন যে তাদেরকে ডি এ দেবেন না। এনিয়ে ক্ষোভ কর্মীদের মধ্যে