থানা নয় যেন পর্যটন কেন্দ্র | আচমকাই তেলিয়ামুড়া থানা পরিদর্শন করে মুগ্ধ মুখ্যমন্ত্রী | বলেন , দেখে মনেই হয় না এটা যে থানা | রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা ধলাই জেলার সরকারি কার্যক্রম শেষ করে আগরতলা যাওয়ার পথে আচমকাই তেলিয়ামুড়া থানা পরিদর্শন করেন মঙ্গলবার রাত আনুমানিক ১০:৩০ মিনিট নাগাদ। মুখ্যমন্ত্রীর থানা পরিদর্শনের খবর পেয়ে ছুটে আসেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের পুরপিতা রূপক সরকার, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী তেলিয়ামুড়া থানা পরিদর্শন করে খুবই মুগ্ধ হন।বলেন সত্যিই এটা থানা নয় দেখলে মনে হবে পর্যটন কেন্দ্র | থানা পরিদর্শন কালে মুখ্যমন্ত্রী তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক ও তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত ও.সি সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন।