রাজ্যে আবারো দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। এবার ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে চড়িলামের কানাইবাড়ি এলাকার জিতু রঞ্জন ভক্তর বাড়িতে ।ডাকাত দলটি প্রথমে রান্না ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। জিতুবাবুর স্ত্রী জলী ভক্ত ঘটনাটি আচ করতে পারেন প্রথমে। বাড়ির মালিকের স্ত্রীর চোখে টর্চের আলো পড়লে চিৎকার দিতেই গলায় ধারালো অস্ত্র ধরে রাখা হয়। এরপর বাড়ির গৃহীনির শরীরের সমস্ত স্বর্ণালঙ্কার খোলে নেওয়া হয়। পরে মহিলার স্বামী দরজা খুলতেই মাথায় কূপ বসিয়ে দেয় ডাকাত দল। এরপর ঘরের আলমিরা ভেঙে প্রায় ১৫ ভরির মত স্বর্ণালঙ্কার ও নগদ টাকা পয়সা নিয়ে গা ডাকা দেয় ডাকাত দলটি। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় পরে থাকেন বাড়ির মালিক।সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা এসে বাড়ির মালিককে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়।অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে আহতকে স্থানান্তরিত করা হয় জিবি হাসপাতালে। এই ঘটনায় স্থানীয় জনমনে এক অজানা আতঙ্ক বিরাজ করছে