শহরতলীর এডি নগর থানার অন্তর্গত চারিপাড়া শচীন্দ্র লাল এলাকায় শনিবার রাতে সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই ভাইয়ের বেধড়ক মারধরে আহত হয় রফিক মিয়া নামে ৩৫ বছরের এক যুবক। এবিষয়ে আহত যুবকের মা জানান, এদিন রাতে রফিক বাড়ির সামনে একটি দোকানে জিনিস কেনার জন্য আসে। এরই মধ্যে এলাকার বাসিন্দা হোসেন মিয়া এবং সোহেল মিয়া নামে দুই ভাই রফিক মিয়ার সঙ্গে সামান্য একটি কথা নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে।এরপর উত্তেজিত হয়ে দুই ভাই মিলে রফিক মিয়াকে বেধড়ক মারধর করে বলে আহতের মা জানায়।ঘটনার পর আহত যুবকের পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রফিক মিয়াকে উদ্ধার করে আই জি এম হাসপাতালে নিয়ে আসে । বর্তমানে আহত যুবক আই জি এম হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রেক্ষিতে হোসেন মিয়া এবং সোহেল মিয়ার বিরুদ্ধে আমতলী থানায় মামলা করবেন বলে জানান আহত যুবকের মা