দুই মাস চার দিন পর শক্তিপীঠ মাতার বাড়ি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে ভক্তদের দেওয়া প্রণামী বাক্স খোলা হল আজ কঠুর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে। মাতাবাড়ি মন্দিরে আগের তুলনায় এখন দর্শনার্থীদের সংখ্যা অনেকটাই বেড়েছে তাই ভক্তদের দেওয়া প্রণাময় বাক্স খোলা হলো আজ গোমতী জেলার ডিসিএম কালিদাস ঘোষের উপস্থিতিতে সকাল ৯ টা থেকে চলে এই গণনা প্রক্রিয়া ভক্তদের দেওয়া দক্ষিণের পরিমাণ এতটাই জেতা গণনা শেষ করতে রাত পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন ডিসিএম