দুষ্কৃতী হামলায় নিহত বিজেপি কর্মী প্রিত্যুষ দাসের বাড়িতে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা | মুখ্যমন্ত্রী বলেন দোষীদের কাউকে ছাড়া হবে না |গত কয়েকমাস পূর্বে দুষ্কৃতিকারীদের হাতে খুন হয়েছিল একই পরিবারের তিনজন | কমলপুর মহকুমার ডাববারি এলাকার লোমহর্ষক ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল সর্বত্র | মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা ছুটে যান নিহত বিজেপি কর্মী প্রিত্যুষ দাসের বাড়িতে | বিজেপি কর্মী প্রিত্যুষ দাস ও তার মা বাবাকে যারা খুন করেছিল তাদের কাউকেই ছাড়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী । প্রসঙ্গত রাজনৈতিক প্রতিহিংসা জনিত খুন ছাড়াও রাজ্যে গত কয়েক মাসে হত্যা আত্মহত্যার মতো ঘটনা গুলি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে | প্রশাসন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এধরনের ঘটনা আরও বৃদ্ধি পাবে বলে গুঞ্জন সাধারণ্যে |