শনিবার একটি সংবাদ মাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি বলেন, “ভারতের গণতন্ত্র এবং এর প্রতিষ্ঠানের সাফল্য কয়েকজনকে কষ্ট দিচ্ছে। আর সেই কারণেই তারা আক্রমণ করছে”। প্রধানমন্ত্রী কারোর নাম উল্লেখ না করলেও, তিনি যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেই আক্রমণ করেছেন, তা বলার প্রয়োজন রাখে না। সম্প্রতিই লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে গিয়ে ভারতের গণতন্ত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। তাঁর ওই মন্তব্যকে হাতিয়ার করেই সমালোচনায় সরব হয়েছে বিজেপি। দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী মোদী রাহুল গান্ধীর সমালোচনা করেছিলেন। শনিবার নাম না করেই ফের একবার তাঁর সমালোচনায় সরব হলেন প্রধানমন্ত্রী।শনিবার ইন্ডিয়া টুডে-র কনক্লেভে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “যখন দেশ আত্মবিশ্বাসে পরিপূর্ণ এবং বিশ্বের বুদ্ধিজীবীরাও ভারতকে নিয়ে আশাবাদী, সেই সময়ে দেশকে খাটো করে দেখানো এবং দেশের নীতিবোধে আঘাতের মত ঘটনাও ঘটছে। যখন শুভ কিছু হয়, তখন আমাদের ঐতিহ্য হল তাতে কালো টিকা লাগানো। তাই যখন দেশে একাধিক শুভ কাজ হচ্ছে, তখন কিছুজন দায়িত্ব নিয়েছেন এই কালো টিকা লাগানোর।”