সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করার সময় বলেছে যে বিশেষ আইন সংক্রান্ত মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। সেই সঙ্গে বিচারাধীন বন্দিদের ওপর দীর্ঘায়িত কারাদণ্ড যে খারাপ প্রভাব ফেলে সে বিষয়ে আদালতকে সংবেদনশীল হতে নির্দেশ দেওয়া হয়। যথা সময়ে বিচার শেষ না হলে তা ব্যক্তির বিরুদ্ধে অবিচার। সম্প্রতি এক অভিযুক্তের জামিন আবেদনের ওপর রায় দিতে গিয়ে আদালতের তরফে এটা জানান হয়। এনডিপিএস আইনে অভিযুক্তকে ৭ বছরের জন্য জেলে রাখা হয়েছিল। বিচারপতি এস রবীন্দ্র ভাট এবং দীপঙ্কর দত্তের একটি বেঞ্চ অভিযুক্ত মহম্মদ মুসলিম ওরফে হুসেনকে জামিন মঞ্জুর করে বলেছে, “যেখানে অভিযুক্তরা দুর্বলতম অর্থনৈতিক বিভাগের অন্তর্গত, সেখানে কারাবাসের আরও ক্ষতিকর প্রভাব রয়েছে, যেমন জীবিকা হ্রাস, অনেক ক্ষেত্রে”। আদালতকে এই দিকগুলির প্রতি সংবেদনশীল হতে হবে এবং নিশ্চিত করতে হবে যে বিচার দ্রুত সম্পন্ন হয়, বিশেষ করে বিশেষ আইনের কঠোর বিধান প্রযোজ্য করতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post নতুন অর্থবর্ষের শুরুতেই স্বস্তি। অনেকটা কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ।
Next post সম কাজে সম বেতন সহ বিভিন্ন দাবিতে শনিবার শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন দিল অখিল ভারতীয় সাফাই মজদুর সঙ্ঘ।
%d bloggers like this: