সোমবারই উদ্বোধন হল নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গে এটি তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস হলেও, উত্তর-পূর্ব ভারতে এটিই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেন চালু হওয়ার ফলে এবার উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতে যাতায়াত আরও সহজ হল। দীর্ঘদিন ধরেই এই রুটে ট্রেনের দাবি জানানো হয়েছিল। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই উত্তর পূর্ব ভারতের রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হল। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ৩১শে মে থেকে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে। বাকি বন্দে ভারত এক্সপ্রেসগুলির মত এই ট্রেনও সপ্তাহে ছয়দিন চলবে, শুধুমাত্র মঙ্গলবার বন্ধ থাকবে এই ট্রেন।