শনিবার প্রয়াত আইপিএফটি সুপ্রিমো এনসি দেববর্মার বাড়িতে গিয়ে প্রয়াত মন্ত্রী মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার পাওয়ায় তার প্রতি সম্মান জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই বিজেপি দলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তবে এখনো ১২ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণার বাকি। বিজেপির ঘোষিত তালিকা অনুযায়ী ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী হয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য। এই কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কতটুক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন রজীব বাবু সাংবাদিকদের করা এই প্রশ্নের মুখে সপ্রতিভ রাজীব ভট্টাচার্য বলেন, বিজেপির প্রার্থী তালিকায় ঘোষিত হয়েছে পার্লামেন্টারি বোর্ডের মিটিংয়ের পর দলের কেন্দ্রীয় সভাপতির সাথে আলোচনার পর। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। প্রথম দফায় ৪৮ জানের নাম ঘোষণা করা হলেও বিকেলের মধ্যেই দ্বিতীয় পর্যায়ের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। রাজীব ভট্টাচার্য বলেন, প্রার্থী তালিকা বাছাই করতে রাজ্য নেতৃত্ব কোনো ধরনের হস্তক্ষেপ ছিলনা। এই সিদ্ধান্ত পুরোপুরি নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রিপোট কার্ড এর উপর ভিত্তি করে এই বাছাইপর্ব সম্পন্ন করা হয়েছে। প্রদেশ বিজেপি সভাপতি আরো জানান, ৯নম্বর বনমালীপুর কেন্দ্র থেকে তিনি প্রার্থী হয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই কেন্দ্রে পরিবর্তন এনেছিলেন। পূর্বেকার সেই সংগঠন আরও মজবুত হয়েছে বনমালীপুর কেন্দ্রে। তাছাড়া আমার রাজনৈতিক ক্যারিয়ার বনমালীপুর কেন্দ্র থেকেই শুরু হয়েছে। মন্ডল সভাপতির দায়িত্ব পালন করেছি আমি এই কেন্দ্রে। তাই আগামী নির্বাচনে লড়তে খুব একটা চ্যালেঞ্জের মুখে আমাকে পড়তে হবে না। দলের কার্যকর্তারা আমার সাথে রয়েছেন। গুরুজনদের আশীর্বাদ নিয়েই আমি এই কেন্দ্রে লড়াই করতে নামছি। তাই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে আমাকে পড়তে হবে না বলেই আমার ধারণা।