রবিবার সকালে বিশালগড় রঘুনাথপুর এলাকায় TR07A2366 নাম্বারের অটো গাড়িতে দুই ব্যক্তি ড্রাগস সেবন করছিল ঠিক সেই সময় রঘুনাথপুর এলাকার জনগণের হাতে ধরা পড়ে, জানা যায় দুই ড্রাগস সেবন কারী ব্যক্তির বাড়ি সোনামুড়া এলাকায়, পরবর্তী সময়ে রঘুনাথপুর এলাকার জনগণ দুই ড্রাগস সেবনকারীকে উত্তম মাধ্যম দেয়, খবর দেওয়া হয় বিশালগড় থানায় বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ড্রাগস সেবনকারী এক ব্যক্তিকে থানায় নিয়ে আসে, রঘুনাথপুর এলাকার জনগণের গণধোলাই খেয়ে এক নেশা সেবনকারী ঘটনা স্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অটো গাড়ি সহ এক ড্রাগস সেবনকারী কে আটক করে থানায় নিয়ে আসে, বর্তমানে ড্রাগস সেবনকারী ব্যক্তি ও তার অটো সহ পুলিশে হেফাজতে রয়েছে ।