পুলিশের উপর আস্থা হারিয়ে নেশাবিরোধী অভিযানে নামলো এলাকাবাসী। ঘটনার বিবরনে জানাযায় রবিবার শান্তির বাজার নতুন পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় একনেশাসেবনকারীকে দেখতেপায় এলাকাবাসী। পরবর্তীসময় নেশাসেবনকারীকে আটক করে জিঞ্জাসাবাদকরে এলাকাবাসী জানতেপারে নতুন পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় একটি বাড়ীথেকে নেশাসেবনকারী যুবক নেশাসামগ্রী ক্রয় করেছে। এইকথা জানতেপেরে এলাকাবাসী খবরদেয় শান্তির বাজার থানায়। এলাকাবাসীর অভিযোগ নেশাকারবারী ও নেশাসেবনকারীকে আটক করে থানায় খবর দিলেও থানাথেকে ডিল ছোঁড়া দুরত্বে খবর দেওয়ার পর ৪৫ মিনিট অতিক্রান্ত হবার পরেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। এই নিয়ে এলাকাবাসী সংবাদমাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উবরেদেন। ঘটনা অতিক্রান্ত হবার প্রায় ১ ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নেশাকারবারীর ঘরে তল্লাশি চালিয়ে নেশাসামগ্রী উদ্ধার করেন। পুলিশ নেশাসামগ্রী , নেশাকারবারী ও নেশা সেবনকারীকে ঘটনাস্থলথেকে উদ্ধারকরে শান্তির বাজার থানায় নিয়েআসে। এই বিষয়ে পুলিশ জানান উনারা ঘটনার তদন্তকরছেন।