ত্রিপুরার রাজ্য আয়তনে ছোট হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রতিভা। আর এই প্রতিভাবানদের দ্যুতিতেই আলোকিত হচ্ছে ছোট্ট পার্বত্য রাজ্য। এমনি যোগা ক্ষেত্রে রাজ্যের এক অনন্য প্রতিভা বিশালগড়ের রায়হান আলম। সম্প্রতি ভোপালে অনুষ্ঠিত হওয়া ন্যাশনাল যোগা অলিম্পিয়াডে কেন্দ্রীয় বিদ্যালয়ের এই কৃতি ছাত্র স্বর্ণ পদক লাভ করে। তাছাড়া দেশ এবং রাজ্যজুড়ে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন যোগা প্রতিযোগিতায় দশটি স্বর্ণ পদক সহ প্রচুর পুরস্কারের ভূষিত হয়েছে এই কৃতি ছাত্র। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৃতি ছাত্র রেহান আলম জানায় অত্যন্ত ছোট বয়স থেকেই মা মৌসুমী আক্তার এর কাছ থেকে যোগায় প্রশিক্ষণ নিচ্ছে সে। ২০১৭ সালের থেকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেও অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে। এখন আগামী দিনে তার লক্ষ্য অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা বিশ্ব আসরে