বাবা গড়িয়া দেবতার মূর্তি নিয়ে পরিক্রমা চলছিল। সেই পরিক্রমা অমরপুরে আসার পথে উদয়পুর-কিল্লা ভায়া ছেচুয়া রাস্তার ডাক পাড়ায় মেক্সি ট্রাক দুর্ঘটনায় আহত ১৮ জন। আহতদের মধ্য আশঙ্কাজনক দুই জনকে গোমতী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।বাকি আহতদের অমরপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।