পদত্যাগপত্র জমা দিয়ে বিস্ফোরক BJP’র মণ্ডল নেতা, আগামীদিনে আরও চাঞ্চল্যকর তথ্য ফাঁসের হুঁশিয়ারি
বিজেপি’র কমলপুর মণ্ডলের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন উত্তম পাল। তিনি জানান দলের মধ্যে বিশৃঙ্খলা কায়েম হয়েছে। বিভিন্ন সময় দলের সভাপতিকে এইসব বিষয়ে অবহিত করেছিলেন। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানতে পারেন। কিন্তু তিনি কোনও নোটিশ হাতে পাননি। রবিবার তিনি নিজে থেকেই মণ্ডল সভাপতির উদ্দেশ্যে ইস্তফা পত্র জমা দিয়েছেন।