এবছর পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন রাজ্যের প্রয়াত রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা । সমাজে বিশেষ অবদানের জন্য প্রয়াত মন্ত্রীকে পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে রাজ্যে ফিরে আসার পর শনিবার সকালে প্রয়াত এন সি দেববর্মার বাড়িতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা , প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্যের প্রভারি মহেশ শর্মা ও দলের রাজ্য রাজীব ভট্টাচার্য সহ আরো অন কে। প্রয়াত মন্ত্রীর বাড়িতে গিয়ে প্রয়াত মন্ত্রীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় উপস্থিত দলের নেতৃত্বরা। এরপর প্রয়াত মন্ত্রীর পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে উপস্থিত নেতৃত্বরা। প্রসঙ্গত, দীর্ঘ সময় রোগ ভোগের পর গত ১লা জানুয়ারি জিবি হাসপাতালে মারা যান আই পি এফ টি দলের সুপ্রীমু তথা রাজ্যের রাজস্ব মন্ত্রী এন সি দেব্বর্মা l