আগামী দুসরা মার্চ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গননা করা হবে। আর এই ভোট গননাকে কেন্দ্র করে বুধবার পশ্চিম মহিলা থানায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী সহ প্রতিনিধিদের নিয়ে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়।সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাসের নেতৃতত্বে হয় এই বৈঠক।বৈঠকে এস ডি পি ও ছাড়াও বিভিন্ন পুলিশ অফিসাররা উপস্থিত ছিল। এদিন আয়োজিত বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের মহিলা প্রতিনিধিরাও উপস্থিত ছিল। আগামী ২রা মার্চ নির্বাচনের ফলাফলের দিন কাউন্টিং হলে যে সব নিয়ম কানুন রয়েছে, সে সম্পর্কে বিস্তৃত আলোচনা করেন এস ডি পি ও।বৈঠক শেষে তিনি জানান, মঙ্গলবারও একটি সর্ব দলীয় বৈঠক করা হয়েছিল । সেই মোতাবেক বুধবারও বিভিন্ন দলের প্রার্থী ও প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠকে গননার দিন শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে আহ্বান জানিয়েছেন এস ডি পি ও।পাশাপাশি বৈঠকে ভোট গননার দিন নিরাপত্তা ব্যবস্থা কিভাবে আরও কঠোর করা হবে তা নিয়ে আলোচনা করেন অজয় কুমার দাস।