পাকিস্তানের প্রধান বিচারপতির বিরুদ্ধে পাকিস্তান পিপলস পার্টির নেতা শাজিয়া সোবিয়া সোমবার প্রস্তাব পেশ করেন। সেখানে দাবি করা হয়, আচরণবিধি ভঙ্গ করেছেন প্রধান বিচারপতি। তাছাড়াও বিচারপতি হিসাবে যা শপথ নিয়েছেন তা পালন করছেন না তিনি। সেই জন্যই প্রধান বিচারপতির বিরুদ্ধে সংসদীয় কমিটি গঠন করা দরকার। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে অন্যায্য ভাবে সমর্থন করেছেন প্রধান বিচারপতি, এমন অভিযোগও আনা হয় পাক অ্যাসেম্বলিতে। এই প্রস্তাবের সমর্থনে সংসদে বক্তৃতা দেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ। তাঁর মতে, এহেন পরিস্থিতিতে সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে হবে সংসদকে। তবে প্রস্তাব পাশ হলেও এখনও কমিটি গঠন হয়নি। এই প্রস্তাব পাশের পরই পাক নেত্রী মরিয়ম নওয়াজ শরিফ দাবি করেন, অবিলম্বে পদত্যাগ করতে হবে প্রধান বিচারপতিকে। কারণ দেশের সংকটের নেপথ্যে অন্যতম মুখ্য ভূমিকা রয়েছে তাঁর। প্রসঙ্গত, ইমরান খানের গ্রেপ্তারির পরই দেশজুড়ে বিক্ষোভ শুরু করেন তাঁর সমর্থকরা। তার জেরে পিটিআই কর্মীদের জঙ্গি বলে অভিহিত করেন বিলাওয়াল ভুট্টো জারদারি। এই বিক্ষোভের জেরেই ইমরানকে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট, এমনটাই দাবি পাক সরকারের।