পানিসাগর ১০৫ নম্বর ব্যটেলিয়ান বিএসএফ জওয়ানরা মায়ানমার থেকে মিজোরাম হয়ে ত্রিপুরায় আসা উন্নত প্রজাতির গরু পাচারের বিরুদ্ধে অভিযান চালায়। তারা মাছলি-কাঞ্চনবাড়ি সড়কের পূর্ব মাছলি শিববাড়ি এলাকায় ৭-৮টি ছোট-বড় গাড়ি আটক করে। সবকটি গাড়িতে প্রচুর সংখ্যক গরু আছে। তার মধ্যে ৩টি গরুর মৃত্যু হয়েছে। ২৫-৩০টি গাড়ি ফটিকরায়ের দিকে এসেছে। কিন্তু সবকটি গাড়ি ধরা যায়নি। এই ঘটনায় পুলিশের ভূমিকা ফের প্রশ্নের মুখে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কৈলাসহরের ভগবান নগর এবং গৌরনগর এলাকায় বিগত তিন দিন ধরে বিদ্যুৎ হীন
Next post রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
%d bloggers like this: