পাচার সাম্রাজ্যের বিস্তার দক্ষিণ জেলার ভারত বাংলা বিভিন্ন সীমান্ত এলাকা জুড়ে। কাপড় থেকে শুরু করে জীবন দায়ী ঔষধ, বিভিন্ন পন্য সামগ্রী পাচারের পাশাপাশি বর্তমানে গোমতা পাচার বাণিজ্যও বাড়বাড়ন্ত। শাসক দলের নামধারী কিছু নেতা সহ কিছু সীমান্তরক্ষী বাহিনীদের ম্যানেজ করে চলছে পাচার বাণিজ্য । দক্ষিণ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চলছে গোমাতা পাচার। কাঁটাতার সীমান্ত এলাকা দিয়ে সীমান্তরক্ষী বাহিনীদের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে পাচার হচ্ছে ভারতীয় পণ্য সামগ্রী সহ গোমাতা এ নিয়ে উঠছে প্রশ্ন ? এখানে শেষ নয় বাংলাদেশ থেকেও বিভিন্ন অবৈধ জিনিসপত্র উঠছে কাঁটাতার সীমান্ত দিয়ে । অভিযোগ যে সময় পাচার বাণিজ্যের কাজ চলে সে সময় ঢিলেঢালা নজরদারি রাখে সীমান্তরক্ষী বাহিনীরা । এই পাচারকারীদের নাকি সীমান্তরক্ষী বাহিনীরা পাচারের সুযোগ করে গোপন লেনদেনের বিনিময়ে এমনই গুঞ্জন রয়েছে । গত বৃহস্পতিবার রাতে বিলোনিয়া থানার ইন্সপেক্টর স্বপন সেনের নেতৃত্বে পুলিশ কর্মীরা উত্তর সোনাইছড়ি এলাকায় রুটিন মাফিক যানবাহন চেকিং করতে গিয়ে TR03k1716 নম্বরের গরু বোঝাই গাড়ি আটক করে। বৈধ কোন কাগজ পত্র দেখাতে না পারায় পুলিশ গরু বোঝাই গাড়ি সিজ করা সহ গাড়ি চালক কামাল হোসেনকে গ্ৰেপ্তার নিয়ে আসে থানাতে। জানা যায়,জামজুড়ি বাজার থেকে হরিপুরে নিয়ে আসা হয় বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। গাড়িতে দশটি গরু পাওয়া যায়। পুলিশ মামলা নিয়ে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করে আটক করা গরু সহ গাড়ি। অপরদিকে গাড়ি চালক কামাল হোসেনকে বেলবন্ডে থানা থেকে ছেড়ে দেয় পুলিশ। প্রকাশ্য দিবালোকে প্রতিনিয়ত দক্ষিণ জেলার বিলোনিয়া সহ এমনকি শান্তির বাজার থানার সামনে দিয়ে গো বোঝাই গাড়ি ছুটছে। কর্তব্যরত পুলিশ বাবুদের যেমন হেলদোল নেই তেমনি সীমান্ত রক্ষী বাহিনীদেরও । গৌমতী জেলার বিভিন্ন প্রান্ত বিশেষ করে শালগড়া, খিলপাড়া, জামজুড়ি থেকে গো বোঝাই গাড়ি দক্ষিণ জেলার দক্ষিণ জেলা দিয়ে ছুটছে বিভিন্ন সীমান্তে । জানা যায় শালগড়া এলাকার আব্দুল হাকিম বিভিন্ন বাজার থেকে গোরু কিনে বোলেরু গাড়িতে বোঝাই করে পাচারের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন সীমান্তে এমনই সুত্রে জানা যায়। কোথায় গো মাতার ভক্তরা ? কোথায় বিশ্ব হিন্দু পরিষদ ? এই ভাবে গো মাতা পাচার হওয়ার পরেও কেন চুপচাপ তামসা দেখছে এই নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বাংলাদেশ ফিরে যাওয়ার সময় আটক বাবা, তার দুই মেয়ে সহ ৪!
Next post বিদ্যুৎ নিগমের উদ্যোগে বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং বৈদ্যুতিক বিভিন্ন কাজকর্মে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার
%d bloggers like this: