ভোট আসে ভোট যায় কিন্তু পানীয় জলের সমস্যা সমাধান আর হয়না । এসবিসি নগর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান , উপপ্রধান থেকে শুরু করে পানীয় জল সম্পদ দপ্তরে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। জল নেই, জল চাই এই দাবি তুলে বিলোনিয়া ভারত চন্দ্র নগর ব্লকের এসবিসি নগর গ্ৰাম পঞ্চায়েতের মনুরমুখ জয়নগর এলাকার প্রমিলা বাহিনীরা পথ অবরোধ করে বসে মঙ্গলবার সকালে।বাড়ি ঘরে সংসারে যাদের কাজ করার কথা তারাই আজ বাধ্য হয়ে রান্না ঘরের হাড়ি, বালতি, গামলা, কলসী নিয়ে একেবারে বিলোনিয়া ভায়া আগরতলা মুল সড়কের মধ্যে জলের দাবিতে বসে পরলো। এরপরেই মুহুর্তের মধ্যে রাস্তার দুই মাথার যান চলাচল স্তব্দ হয়ে যায়। আটকে যায় দূরপাল্লার যান বাহন। খবর পেয়ে ছুটে দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিলোনিয়া থানার পুলিশ ও ভারত চন্দ্র নগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, এসবিসি নগর গ্ৰাম পঞ্চায়েতের উপ প্রধান । অবরোধ স্থলে উপপ্রধান ছুটে এসে প্রমিলা বাহিনীদের বোঝানোর চেষ্টা করলেও অবরোধকারীদের বিভিন্ন ধরনের প্রশ্নে একেবারে লেজগুটিয়ে বন্ধ রাখতে হলো অবরোধ কারীদের সাথে কথাবার্তা। অবশেষে ভারত চন্দ্র নগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাসের জল পাওয়ার আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় প্রমিলা বাহিনীরা।। জলের জন্য কষ্ট করতে হচ্ছে পঞ্চায়েতে জানিয়ে। জল পাচ্ছি না বলে আমরা অবরোধে বসেছি।অবরোধ কারীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, দীর্ঘ কয়েক বছর ধরে যাবৎ পানীয় জল থেকে বঞ্চিত। বার বার উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। কয়েকদিন ধরে পানীয় জল সম্পদ দপ্তরের থেকে গাড়ি করে জল দিলেও জলের অভাব মেটানো যাচ্ছে না। এছাড়া অভিযোগ এই জলের গাড়ি প্রায় দিন আসে না। গাড়ি দিয়ে জল দিলেও এই জল পান করার যোগ্য নয় বলে অভিযোগ । অবরোধ কারীদের আরো অভিযোগ, এসবিসি নগর পঞ্চায়েতের এক সদস্যের বাড়ির সামনে জলের ডিপ টিউবওয়েল স্থাপন করা হয় কিন্তু জয়নগর এলাকার পানীয় জলের উৎস্য কিছুই করা হয়নি রাম আমলের ছয় বছরে।জল জীবন মিশন প্রকল্পে কেন্দ্র ও রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার । কিন্তু গ্ৰাম পঞ্চায়েত ও ব্লক পঞ্চায়েতের একাংশ জনপ্রতিনিধিদের খামখেয়ালী পনায় ঘরে ঘরে পানীয় জল থেকে বঞ্চিত হতে হচ্ছে বলে মনে করছেন জল থেকে বঞ্চিত সংশ্লিষ্ট এলাকাবাসীরা। অনেকে আবার শুধু একাংশ জনপ্রতিনিধিদের না, পানীয় জল সম্পদ দপ্তরের গাফিলতিকে দায়ী করছে। যাই হোক অবরোধ কারীরা দাবি করছে জয়নগর এলাকায় পানীয় জলের উৎস্য তৈরি করে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর ব্যাবস্থা করুক সরকার ।