পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার দুপুরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর,ঘটনা কড়ুইমুড়া এলাকায়। গুরুতর আহত গৃহবধূ লিটুয়ারা বেগমকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহত গৃহবধূকে আগরতলা জিবিপি হাসপাতালের রেফার করে। যথা সময়ে বিশালগড় হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে চিকিৎসকের উপর উত্তেজিত হয়ে পড়ে রোগীর আত্মীয় পরিজনরা।জানাযায় বিশালগড় মহকুমা হাসপাতালে একটি মাত্র অ্যাম্বুলেন্স রয়েছে, আরেকটি রয়েছে 102 কল করে বুকিং করার আওতায়। তাছাড়া বিশালগড় মহকুমা হাসপাতালে রয়েছে এম্বুলেন্স চালকের স্বল্পতা।102 তে বুকিং করার পর দীর্ঘ সময় অপেক্ষা পর অ্যাম্বুলেন্স না আসায় চিকিৎসকের উপর উত্তেজিত হয়ে পড়ে রোগী ও তার আত্মীয় পরিজন। দীর্ঘ সময় পর অ্যাম্বুলেন্স আসার পরে আহত অবস্থায় মহিলাকে আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশালগড় মহাকুমা হাসপাতালে দীর্ঘদিনের এই সমস্যা যথাসময়ে অ্যাম্বুলেন্স পরিষেবা পাচ্ছেন না রোগী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে সিলিন্ডার চুরি!
Next post বিশালগড় ব্রজপুর ফরেস্টের বাগানে অগ্নি সংযোগ! ঘটনা স্থলে দমকলের একটি ইঞ্জিন!!
%d bloggers like this: