আজ দুপুরে আগরতলার পোস্ট অফিস চৌমুহনীস্হিত কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবীর চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃত্বরা। কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকার কর্তৃক ঘোষিত পি আর টি সি বাধ্যতা মুলক করার সিদ্ধান্তের সঠিক বাস্তবায়ন ও বিদ্যা জ্যোতি প্রকল্প নিয়ে। সাংবাদিক সম্মেলনে দলের নেতা প্রদীপ চক্রবর্তী বলেন, রাজ্য সরকারের কাজকর্ম দিনের পর দিন একটা তুঘলকি ব্যবস্থার মধ্য দিয়ে চলছে। বর্তমান সরকারের কথা, সিদ্ধান্ত আর কাজে কোন মিল নেই। কয়েক দিন আগে রাজ্য সরকার চাকরি ক্ষেত্রে পি আর টি সি বাধ্যতা মূলক বিষয়টি ঘোষণা করা সত্ত্বেও তা বাস্তবায়নে সঠিক পদক্ষেপ নিচ্ছে না। এক্ষেত্রে রাজ্যের বেকারদের চাকরি ক্ষেত্রে হয়রানির শিকার হতে হচ্ছে। তাই ঘোষিত পি আর টি সি বাধ্যতা মূলক করনের ক্ষেত্রে সরকার যদি সঠিক পদক্ষেপ না গ্রহন করে তাহলে আগামী দিন দল আন্দোলনের পথে হাঁটবে বলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে হুঁশিয়ারি দিলেন দলের নেতা।