আসন্ন দূর্গোৎসব l আর এই দূর্গোৎসব এর দিনগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য রাজ্য সরকার সব ধরণের উদ্যোগ নিয়েছে। শুক্রবার প্রজ্ঞা ভবনে রাজ্যে বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ সরবরাহের সঙ্গে যুক্ত কর্মকর্তা, ইঞ্জিনিয়ারদের নিয়ে এক পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ একথা জানান। পর্যালোচনা বৈঠকে রাজ্য সরকারের বিদ্যুৎ সচিব অভিষেক সিং, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের এম ডি দেবাশীষ সরকার সহ নিগমের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ মন্ত্রী বলেন, আসন্ন শারদ উৎসবে রাজ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ৩৮০ মেগাওয়াট হতে পারে l তা নির্ধারণ করে বিদ্যুতের যোগানের বন্দোবস্ত করা হয়েছে। এর জন্য অতিরিক্ত বিদ্যুৎ কিনতে ২ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে বলে তিনি জানান।