আগরতলা পুর নিগমে নতুন প্রকল্প শুরু হয়েছে আর আর সেন্টার নামে | যার মানে রিডিউস রিইউস অর্থাৎ যারা বাড়ি ঘরের কোন জিনিসপত্র পুরনো হলে ফেলে দিচ্ছে অথচ সেটা ব্যবহার উপযোগী | সে সমস্ত জিনিস গুলি সেলফ হেল্প গ্রুপের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবে | এগুলিকে এনে রাখা হবে আর আর সেন্টারে | সেখান থেকে গরিব দুস্থ মেহনতি মানুষ নিজেদের প্রয়োজনে ব্যবহারযোগ্য জিনিসগুলি নিয়ে যেতে পারবে | প্রাথমিক অবস্থায় আগরতলা পুর নিগমের 14 নম্বর ওয়ার্ড দূর্গাচৌমুহনীস্থিত নিগমের বিপণী বিতানে খোলা হয়েছে | পর্যায়ক্রমে সব কয়টি ওয়ার্ডেই এই জাতীয় সেন্টার খোলা হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার | সেন্টারটির অনুষ্ঠানের সূচনা করেন মেয়র | উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও কর্পোরেটর শিখা দাস দেব ও সেন্ট্রাল জোনের কমিশনার সহ অন্যান্যরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post যাত্রী সেজে টমটম চালকের মোবাইল চুরি।
Next post মানবতার বৃহত্তম অর্ঘ্য রক্তদান:
%d bloggers like this: