চাঞ্চল্যকর ঘটনা বাগবাসা থানা এলাকায়!
এক পুলিশ সাব-ইন্সপেক্টরকে বেধড়ক মারধর করল এক রাষ্ট্রবাদী মা-ছেলে। শুধু তাই নয়, ওই এসআই-কে বাঁচাতে আসা এক টিএসআর জওয়ানকেও মারধরের শিকার হতে হয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশের কাছে পুরনো একটি মামলার তদন্তে জানতে চাওয়া হলে আচমকাই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত পরিবার। এরপরেই শুরু হয় বচসা, যা মুহূর্তেই পরিণত হয় হাতাহাতিতে। মা ও ছেলের হাতে বেধড়ক মার খেতে হয় কর্তব্যরত সাব-ইন্সপেক্টরকে।
তাকে রক্ষা করতে এলে এক টিএসআর জওয়ানকেও পাথর ছুঁড়ে ও ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়।
বর্তমানে দু’জন পুলিশকর্মীই আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত মা-ছেলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে কড়া ব্যবস্থা নেওয়া হবে।