পুলিশের নীরব ভূমিকায় ক্ষুব্ধ বাম ও কংগ্রেস কর্মীদের কল্যাণপুর থানা ঘেরাও।।
গতকাল রাত আনুমানিক ১১ টার কিছু পরে কল্যাণপুর থানাধীন দক্ষিণ দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিআইএম কর্মী সমর্থক এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার জেরে উভয় পক্ষের একাধিক রাজনৈতিক কর্মী সমর্থকদের আহত হওয়ার খবর রয়েছে। আজ অর্থাৎ সোমবার দুপুর আনুমানিক বারোটার কিছু পরে কল্যাণপুর থানার সামনে সিপিআইএম এবং কংগ্রেস দলের তরফ থেকে গণবোস্থান কর্মসূচি সংঘটিত করে গতকাল বাম কর্মীর উপর আক্রমণ করা হয়েছে। এই অভিযোগ এনে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের অবিলম্বে দাবি জানানো হয়। যতক্ষণ পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে বলে সিপিআইএম এবং কংগ্রেসের নেতৃত্বরা যৌথ ভাবে দাবি করে। এই গণবস্থান কর্মসূচিতে জোটের প্রার্থী মহেন্দ্র চন্দ্র দাস, সিপিআইএম নেতা অরুণ দেববর্মা কংগ্রেস নেতা বিক্রম কিশোর সিনহা প্রমুখরা উপস্থিত।