শনিবার রাতে কমলপুর কলারছড়ি এলাকায় এসডিপিও শঙ্কর দাস এবং ওসি সঞ্জয় লস্করের নির্দেশে আইটিবিপি জওয়ানরা বিজেপি কার্যকর্তাদের বেধড়কভাবে পেটায় বলে অভিযোগ। প্রায় ২০ থেকে ২২ জন বিজেপি কার্যকর্তা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ এলাকার বিধায়ক তথা সদ্য বিদায়ী মন্ত্রিসভার সদস্য মনোজকান্তি দেব’র ভাইকেও বাড়ি থেকে ডেকে এনে পেটায় পুলিশ।