প্রকাশিত হয়েছে 2023 বিধানসভা নির্বাচনে সচিত্র ভোটার তালিকা | বুধবার এক সাংবাদিক বৈঠকে সচিত্র ভোটার তালিকা প্রকাশ করেছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কে কিরণ গিত্তে | প্রকাশিত তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটার রয়েছে 27 লক্ষ 33 হাজার 891 জন | রাজ্যে মোট পোলিং স্টেশন রয়েছে 3 হাজার 328 টি | রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রে | এখানে বুথ ভোটার 60 হাজার | সবচেয়ে কম ভোটার রয়েছে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে | এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে 36হাজার |
রাজ্যে মোট ভোটার 27 লক্ষ 33 হাজার 891 জন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post নতুন ভোটারদের মধ্যে সচেতন গড়ে তোলার লক্ষ্যে সাইকেল র‍্যালী
Next post বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি ল্যাবরেটরি টেকনোলজিস্ট সংগঠনের
%d bloggers like this: